Latest News

fivefive 2 Scan0001

25th Feb. 2015:

The sponsor for February 2015 is  Mr.Abdul Malik of village Chora. He has donated Tk.20,000.00 for running our service cente in Noyabondor bazar.


25th January 2015: The sponsor for February 2015 is Alhaj Anser Miah of village Johir Pur. He has donated Tk. 20,000.00 for running our service centre in Noyabonor bazar.

৩০শে ডিসেম্বর ২০১৪ইং 
 জানুয়ারী (২০১৫) মাসে আমাদের সেবাকেন্দ্র পরিচালনার খরচ ২০ হাজার টাকা দান করেছেন আলহাজ আবদাল মিয়া,পিতামৃত:আলহাজ ইউনুছ মিয়া, গ্রাম: জহিরপুর |
|
৫ই নভেম্বর ২০১৪ইং
NEWS UK এর সেবাকেন্দ্র ও পাঠাগারের ছাদের কাজ বাকী ছিল | এ কাজটি ৪০ হাজার টাকা ব্যয় করে পুর্ণ করে দিয়েছেন আমাদের সম্মানিত সদস্য জনাব আলহাজ আব্দুল সত্তার |
২৮শে অক্টোবর ২০১৪:
আমাদের পাঠাগারের জন্য বই কিনার জন্য ১০ হাজার টাকা দান করেছেন আলহাজ আব্দুল ওয়াহাব মনর মিয়া |
আমাদের পাঠাগারে ৪২টি বই দান করেছেন চরা নিবাসী অবসরপ্রাপ্ত যুগ্ম সচীব মি:সিরাজুল ইসলাম কবিরী |
২৫শে অক্টোবর ২০১৪ইং :
গত ১৪/১০/১৪ রোজ মঙ্গলবার আনুষ্টানিকভাবে NEWS UK কর্তৃক পরিচালিত সেবাকেন্দ্র ও পাঠাগার উদ্বোদন করা হয় | 
এই উপলক্ষে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয় | এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহজালাল দরগাহ মসজিদের ইমাম 
হাফেজ মাওলানা আসজদ আহমদ |
পাঠাগার ও সেবাকেন্দ্র উদ্বোদন ও দোয়া শেষে রওশন কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্টিত হয় এবং সভাশেষে সিরনি বিতরন করা হয় | 
উক্ত অনুষ্টানের জন্য সিরনি ও সেন্টার ভাড়াসহ যাবতীয় খরচ বহন করেছেন আলহাজ কাজী আব্দুল খালেদ | এতে এক লাখ দশ হাজার টাকা খরচ হয় |
সেবাকেন্দ্রে গত ১৬ই অক্টোবর বৃহ:বার প্রথম চিকিৎসা সেবা দেওয়া হয় |এতে ৬০ জন লোক একজন এম বি বি এস ডাক্তার দ্বারা চিকিৎসা গ্রহন করেন |
 দ্বিতীয়বার চিকিৎসা সেবা দেওয়া হয়েছে ২৩শে অক্টোবর | ঐদিনও ৬০ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয় | 
এখন থেকে প্রতি বৃহ:বার চিকিৎসা সেবা দেওয়া হবে|
উল্লেখযোগ্য যে আমাদের সেন্টার খোলার পর এক সপ্তাহের ভিতরে এর সৌন্দর্য্য বৃদ্বির জন্য কয়েকজন সদস্য অনেক টাকা ব্যয় করেছেন | 
এর মধ্যে ৭০ হাজার টাকা ব্যয়ে সেন্টারের উটান ও রাস্তা পাকা করে দিয়েছেন কাজী আব্দুল খালেদ | বিদ্যুতায়নের জন্য দ্রব্য কিনতে ২১ হাজার টাকা
 দিয়েছেন ফজলুর রহমান আকিক এবং মুজুরী বাবৎ ১০ হাজার টাকা দিয়েছেন আমির উদ্দীন |এছাড়া ৩০ হাজার টাকায় ৫টা সিলিং ফ্যান ১টা টেবিল ফ্যান ও ১৫টা বাল্ব দিয়েছেন মিজানুর রহমান আবলুছ
প্রকাশ করা আবশ্যক যে আমাদের পাঠাগার ও সেবাকেন্দ্র ব্যবহারোপযোগী করতে ছয় লক্ষ টাকা ব্যয় হয়েছে | এই খাতে অঙ্গীকার করা টাকা অনেকে এখন দেন নাই | তাই ওয়াদাকৃত টাকা দেওয়ার জন্য বিনীত অনুরোধ রইল |
১৮/০৯/১৪ ইং
হলিমপুর নিবাসী মি:রনক আহমদ তাহার পিতা মরহুম কলমদর আলীর স্মরণে বই কিনে আমাদের পাঠাগারে রাখার জন্য দশ হাজার টাকা দান করেছেন |
Mr.Ronok Ahmed of Holim pur has donated ten thousand taka to buy books for our library in the memory of his father late KOLOMDOR ALI

24 August 2014

This is the result of the first HSC exam of Noyabondor High School and College in which 55 students out of 67 have passed the exam.

lot lot2

17th August 2014. NEWS UK has employed a centre manager to work in the services centre at Noyabondor bazar. The details of the manager are: Md. Rajon Khan, S/O Late Md. Diltaj Kan, Vill: Johir Pur. He will start working fulltime from 1st September 2014. Also, we are recruiting 3 volunteers locally to assist the manager.

4th Aug.2014.All the ex-students of noyabondor high school are requested to come forward to form ex-student union in the UK.Photo and personal profile will be on our website www.noyabondor.com. For more infms pl contact Mr Amir Uddin master on 07944413923
৪ঠা আগষ্ট ২০১৪:ব্রিটেনে বসবাসরত নয়াবন্দর উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে একটি ঐক্যপরিসদ গঠনের উদ্যোগ নেয়া হয়েছে|এটি NEWSUK.এর অঙ্গ হিসাবে কাজ করবে এবং প্রত্যেকের ফটোসহ পরিচয় WEBSITEএ প্রকাশ করা হবে| জানার জন্য যোগাযোগ করুন;মি:আমির উদ্দীন মাষ্টার;
Co-ordinator. Ex-students Union of Noyabondor High School UK.নয়াবন্দর উচ্চবিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী ঐক্যপরিসদ যুক্তরাজ্য | Tel. 07944413923

 

19th July 2014. Alhaj MD Abdul Kasim Pasha of village Johir Pur has joined NEWSUK

1st July2014.Mr. Nurul Islam Junur of Johir pur has donated tk.20000.00 to make shelf and to buy books for our
 library in noyabondor bazar in the memory of his late father ALHAJ EKHLAS MIAH.
২৬শে জুন২০১৪ | NEWS UKএর ২০১২ সালের সাধারন সভায় প্রস্তাবিত নয়াবন্দর এলাকায় একটি কবরস্থান প্রতিষ্টার পুর্ণ বাস্তবায়ন করেছেন আমাদের সম্মানিত সদস্য 
আলহাজ কাজী আব্দুল খালেদ|তিনি তাঁর নিজস্ব এক একর জমি ভরাট করে চতুর্দিকে দেয়াল সহ নয়াবন্দর-দাওরাই সড়কের উপরে কবরস্থান করেছেন|
২২শে জুন ২০১৪ | NEWS UKএর সিনিয়র সদস্য আলহাজ আব্দুল করিম দেশ থেকে ফিরেছেন|দেশে গিয়ে তিনি ৫০হাজার টাকায় ১টি টিউব্ওয়েল ও ২৫হাজার টাকায় ২টি 
ষ্টীলের আলমারি নয়াবন্দর স্কুলে দান করে এসেছেন|
৪ এপ্রিল২০১৪ | NEWS UK.এর উদ্যোগে গত ১৯মার্চ নয়াবন্দর স্কুলে এক রচনা প্রতিযোগিতা অনুষ্টিত হয়|এতে৪২জন ছাত্রছাত্রী অংশ নেয়|১০জনকে নগদ অর্থ এবং৩২জনকে
 ১০০টাকার প্রাইজবন্ডসহ  দশ হাজার টাকার পুরস্কার দেয়া হয়|

DSC_0201

DSC_0201